ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় নির্বাচনে বিএনপির না এসে কোনো উপায় নেই: আ জ ম নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
জাতীয় নির্বাচনে বিএনপির না এসে কোনো উপায় নেই: আ জ ম নাছির

চট্টগ্রাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির না এসে কোনো বিকল্প উপায় নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী রোডের আবদুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

 

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রস্তুতি সভায় আ জ ম নাছির বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবেই। নির্বাচনে না এসে তাদের সামনে কোন বিকল্প উপায় নেই।

তাই তারা পরিকল্পিতভাবে এখন দুটি কাজ করছে। একদিকে সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র  অন্যদিকে, ছলে বলে কৌশলে ক্ষমতা দখলের পায়তারা। বিএনপি জামায়াতের এই অপতৎপরতার দাঁতভাঙা জবাব দিতে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে হবে।  

তাই তারা পরিকল্পিত ভাবে এখন দুটি কাজ করছে। একদিকে সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে।

আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্ড আন্দরকিল্লা আওয়ামী লীগ নেতা এস মুরাদ, শ্রী প্রকাশ দাশ অসিত, হেলাল উদ্দিন আলী, আশীষ ভট্টাচার্য, খোরশেদ আলম, তারেক হায়দার বাবু, মহিউদ্দিন শেখ, ননী গোপাল চৌধুরী চঞ্চল, মোকতার হোসেন, রতন আচার্য্য, মনজুর হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।