ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের শ্রদ্ধা

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের শ্রদ্ধা

চট্টগ্রাম: শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কর্মকর্তারা।  

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারের নেতৃত্বে শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান তারা।



সেখানে প্রথমে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেন, উপ-বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দিদারুল আলম, নারায়ণ নাথ।

 

কবর জিয়ারত শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইব্রেরি ও পাঠাগার পরিদর্শন করেন।  

এ সময় বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনার অগ্নিশিখা। বঙ্গবন্ধুর চেতনায় সমৃদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কাজ করে যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
এসআরএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad