ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: মৃত্যুর কাছে হেরে গেলেন আয়াত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, আগস্ট ৫, ২০২২
মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: মৃত্যুর কাছে হেরে গেলেন আয়াত ...

চট্টগ্রাম: টানা ৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত আয়াতুল ইসলাম আয়াত। এনিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়ালো।

শুক্রবার (৫ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম নোমান খালেদ চৌধুরী।

তিনি বাংলানিউজকে বলেন, প্রথম থেকে আয়াতের অক্সিজেন স্যাচুরেশন কম ছিল।

তাই তাকে আইসিইউতে নেওয়া হয়। আমাদের প্রথম থেকেই শঙ্কা ছিল তাকে নিয়ে। কারণ দুর্ঘটনায় মাথায় ও ঘাড়ে আঘাত পেয়েছিল। এরপর থেকে জ্ঞান ফেরেনি তার। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন। শুক্রবার সকাল থেকে তার অবস্থার আরও অবনতি হতে থাকে।  

গত ২৯ জুলাই মীরসরাইয়ের বড়তাকিয়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।