ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জঙ্গল সলিমপুরে উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
জঙ্গল সলিমপুরে উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ  ...

চট্টগ্রাম: জঙ্গল সলিমপুরে জেলা প্রশাসনের অভিযানে সরকারি ৭০০ একর পাহাড়ি জমি উদ্ধার হয়। এর প্রতিবাদে বায়জিদ লিংক রোড অবরোধ করে আন্দোলন করেছেন অবৈধ বাসবাসকারীরা।

বুধবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরের বায়েজিদ লিংক রোড মানববন্ধন করেন তারা। পরে বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন ওই এলাকার বাসিন্দারা।

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, সরকারি খাসজমি উদ্ধারে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে ৭০০ একর জায়গা উদ্ধার হয়েছে। সেখানে বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তারই প্রতিবাদে জঙ্গল সলিমপুরের অবৈধ বাসিন্দারা রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।