ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২০টি চোরাই মোবাইলসহ গ্রেফতার যুবক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
২০টি চোরাই মোবাইলসহ গ্রেফতার যুবক

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোবাইল ও চোরাই মোবাইল বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ মো. রাসেল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে গ্রেফতার ঘটে।

 

মো. রাসেল, চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাবু সওদাগরের বাড়ীর মৃত আহমদ নুরের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ২০ টি চোরাই মোবাইল সেট ও চোরাই মোবাইল বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ মো. রাসেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রাসেলসহ একাধিক জন মিলে দেশের বিভিন্ন স্থানের চোরাই ও ছিনতাইকৃত মোবাইল সমূহ সংগ্রহ করে। উদ্ধারকৃত মোবাইলসমূহ খুচরা ও পাইকারিতে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।