ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে টেম্পো উল্টে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, আগস্ট ২, ২০২২
বোয়ালখালীতে টেম্পো উল্টে যুবক নিহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পো উল্টে সাগর (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার আফুল আহমেদের টেক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর উপজেলার পুলপাড়া বদ্দার বাড়ির বাদশাহ মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, বোয়ালখালীতে টেম্পো উল্টে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়।

স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।