ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাণ গেলো কলেজছাত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাণ গেলো কলেজছাত্রীর ছবি: সংগৃহীত

ফেনী: প্রাইভেটে পড়তে যাওয়ার পথে লরি চাপায় কলেজছাত্রী মিশু রানী দেবী পলি (১৮) নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরি নিমিষেই কেড়ে নেয় তার প্রাণ।

 

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর কলেজের পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় পলি।

পলি নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসায় শাখার ছাত্রী।

পুলিশ লরিসহ চালক ও সহকারীকে আটক করেছে। নিহত পলি দেবনাথ মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্য মোহন দেবনাথের মেয়ে।  

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনূর বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় কলেজছাত্রী পলি ঘটনাস্থলে মারা যায়।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং লরির চালক ও সহকারীকে আটক করতে সক্ষম হই। তারা এখন থানা হাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এসএইচডি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।