ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: এখনও শঙ্কামুক্ত নয় তাসফির

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: এখনও শঙ্কামুক্ত নয় তাসফির ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি থাকা তাসফির হাসান এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর থেকে তার জ্ঞান ফিরেনি।

মাথা ও ঘাড়ে আঘাত রয়েছে। এছাড়া আহত আরও ৫ জন হাসপাতালে নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

 
চমেক হাসপাতাল আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, আইসিইউতে চিকিৎসাধীন থাকা তাসফির হাসানের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। মাথায় আঘাত গুরুতর। চিকিৎসকরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

এদিকে দুর্ঘটনায় আহত জুনায়েদ কায়সার ইমন নামে একজন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেও এখনও ৫ জন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।  

চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন ৪ জনের এখনো জ্ঞান ফিরেনি। তবে তাদের অবস্থা আগের চেয়ে ভালো। এছাড়া আরেকজন মোটামুটি সুস্থ হয়েছে।  

প্রসঙ্গত, গত ২৯ জুলাই মীরসরাইয়ের বড়তাকিয়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad