ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাম্প্রদায়িক হামলায় জড়িতরা সমাজের শত্রু: আ জ ম নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
সাম্প্রদায়িক হামলায় জড়িতরা সমাজের শত্রু: আ জ ম নাছির

 

চট্টগ্রাম: সম্প্রতি সাম্প্রদায়িক হামলায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।  

শুক্রবার (২৯ জুলাই) নগরীর প্রিয়া কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোতোয়ালী থানা শাখার বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তেব্যে আ জ ম নাছির বলেন, সম্প্রতি সংগঠিত সাম্প্রদায়িক হামলায় জড়িতরা সমাজ ও দেশের শত্রু। এসব অপরাধীদের শক্ত হাতে রুখে দাঁড়াতে হবে।

আর যাতে এ ধরণের ঘটনা না ঘটে।  

এসময় এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন এবং এবারের দূর্গাপূজায় প্রতিটি মন্ডপের নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন।  

পরিষদের সভাপতি লিটন কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারণ দাশ প্রলয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, মূখ্য আলোচক ছিলেন ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল।  

এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি ডা. তিমির বরণ চৌধুরী, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, কোতোয়ালী থানা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অশোক দেব লিটন, সহ সভাপতি প্রকৌশলী সৈকত দাশ, যুগ্ম সধারণ সম্পাদক জুয়েল দাশ রানা, আঞ্চলিক কমিটির প্রতিনিধি ননী গোপাল আচার্য, প্রদীপ দাশ, ঝুন্টু ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।