ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ১৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
শাহ আমানতে ১৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ শাহ আমানতে জব্দ করা সিগারেট।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা রাউজানের মো. ইউনুস নামের এক যাত্রীর কাছ থেকে ১৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।  

সোমবার (২৫ জুলাই) রাতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম কনভেয়ার বেল্টের কাছে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে। তার লাগেজ তল্লাশি করে ১৬০ কার্টন বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়।

প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আটক যাত্রীকে ছেড়ে দেওয়া হবে।  

জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে বলে জানান একজন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।