ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সর্পদংশনে গৃহবধূর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
সর্পদংশনে গৃহবধূর মৃত্যু  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে বিষাক্ত সাপের কামড়ে সাইমা করিম লিমা (২৪) নামের এক গৃহবধূর মারা গেছেন।  লিমা ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রামের মুনসুর আলী মিজি বাড়ির রাজ্জাক আলী সুজনের স্ত্রী।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাঁকখালী দোয়াগাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

নিহতের চাচা মো. ইকবাল বাংলানিউজকে বলেন, লিমার বিয়ে হয়েছে তিন মাস আগে। সন্ধ্যায় বাপের বাড়িতে ঘরের বাইরে তার পায়ে সাপ দংশন করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।