ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রী হেনস্তার প্রতিবাদে চবিতে মানববন্ধন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
ছাত্রী হেনস্তার প্রতিবাদে চবিতে মানববন্ধন  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

বুধবার (২০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে দেখা যায়। এ সময় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

 

চবির সমাজতত্ত্ব বিভাগের ছাত্র নাজমুল ইসলাম বলেন, গত ১৭ জুলাই রাতে হলের পাশে এক ছাত্রীকে হেনস্তার ঘটনা ঘটেছে। এ ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।