ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গাছ উপড়ে সড়কে, যান চলাচলে বিঘ্ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
গাছ উপড়ে সড়কে, যান চলাচলে বিঘ্ন ...

চট্টগ্রাম: নগরের খুলশীতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এলাকায় বৃষ্টির কারণে সড়কে গাছ উপড়ে পড়েছে। এতে জিইসি থেকে এ কে খান মুখি সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

 

গাড়ি চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই মানুষ চলাচল করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও খুলশী থানা পুলিশ গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বাংলানিউজকে বলেন, বৃষ্টির কারণে সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গাছের কিছু অংশ কেটে ছোট যানবাহন চলাচল করার ব্যবস্থা করেছি। গাছের বড় অংশ অপসারণ বা কেটে ফেলার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের জনবল এসেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।