ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিইউএফএল কারখানা গ্যাস সংকটে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
সিইউএফএল কারখানা গ্যাস সংকটে বন্ধ ...

চট্টগ্রাম: চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ রয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার (১৭ জুলাই) রাতে সিইউএফএলে উৎপাদন শুরু হয়।

দুইদিন না যেতেই মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

সিইউএফএল এর কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।

কর্ণফুলী গ্যাস সিস্টেমস লিমিটেড (কেজিএসএল) থেকে দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।  

সার উৎপাদন বন্ধ থাকলে প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি ক্ষতি হয়। কারখানা চালু থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করা যায়। সর্বশেষ উৎপাদন হয়েছে প্রায় ১২শ মেট্রিক টন সার। এর আগে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সিইউএফএল কারখানা চালু হয়।

সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।