ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু ফাইল ফটো

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় উপজেলার সরফভাটা ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুর রশিদ (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মীরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রশিদ, একই এলাকার আবদুল নবীর ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তিন বা চারটি হাতি মীরেরখীল নবী মাস্টার বাড়ি এলাকায় এসে হানা দেয়। হাতিগুলো ওই এলাকার দিনমজুর আব্দুর রশিদের ঘরের পাশে কলাগাছ খাচ্ছিল এবং নানাভাবে তাণ্ডব চালাচ্ছিল। ফজরের আযান দিলে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল আব্দুর রশিদ। ঘরের বাইরে বের হতেই হাতির আক্রমণে পড়েন তিনি। এসময় একটি বন্যহাতি তাকে পা দিয়ে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করে।  

এদিকে লোকালয়ে এসে কয়েকটি হাতিও মারা যায় গত কয়েক বছরে। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের বনবিভাগ ক্ষতিপূরণ দিয়ে আসলেও লোকালয়ে হাতি আসা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রাঙ্গুনিয়ায় এ এলাকার মানুষেরা বিক্ষুব্ধ ।  

প্রসঙ্গত , হাতির আক্রমণে এক মাসের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা জুলাই ১৯, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।