ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফারজানা বেগম ববির মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
ফারজানা বেগম ববির মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারের শোক প্রতীকী ছবি

চট্টগ্রাম: দ্য চিটাগাং চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. ইফতেখার ফয়সালের বড় বোন ফারজানা বেগম ববি আর নেই।  

সোমবার (১৮ জুলাই) ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না.......রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জোহর নামাজের পর গোসাইলডাঙ্গা ওয়ারিশ সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে চিটাগাং চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন। ফারজানা বেগম ববি চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফের ভাতিজি এবং ঢাকা জেলা জজ শওকত আলী চৌধুরীর সহধর্মিণী।  

তাঁর মৃত্যুতে যে শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে মরহুমার পরিবারের সদস্যরা যেন তা সহ্য করতে পারেন তার জন্য চেম্বার নেতৃবৃন্দ দোয়া করেন।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।