ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪১ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪১ জন ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৯ শতাংশ।

সোমবার (১৮ জুলাই) সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  

এসময়ে ২৪৭টি নমুনা পরীক্ষা করে নগরে ৩০ জন এবং উপজেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ১ জন চন্দনাইশ, ২ জন পটিয়ার, ২ জন বোয়ালখালীর, ১ জন রাঙ্গুনিয়ার, ২ জন ফটিকছড়ির এবং ৩ জন হাটহাজারী, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বাসিন্দা।  

এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭৯ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৩৪০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৭৩৯ জন। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ডেঙ্গু রোগী ৪৫ জন। এর মধ্যে পুরুষ ১৮ জন, মহিলা ১১ জন, শিশু ১৬ জন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।