ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ৫ লাখ টাকার জাটকা জব্দ, ২০০ কেজি পেল এতিমরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
সাড়ে ৫ লাখ টাকার জাটকা জব্দ, ২০০ কেজি পেল এতিমরা ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৭০০ কেজি জাটকা জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এসময় ১ হাজার ৫০০ কেজি নিলামে বিক্রি করা হয়।

বাকি ২০০ কেজি এতিমখানায় বিতরণ করা হয়।  

রোববার (১৭ জুলাই) বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত আনোয়ারা উপজেলার রায়পুর, গহিরার উঠান মাঝির ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি বাংলানিউজকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আনোয়ারা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।  

আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বাংলানিউজকে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭০০ কেজি জাটকা জব্দ করা হয়। ২০০ কেজি এতিমখানায় বিতরণ করা হয়েছে। ১ হাজার ৫০০ কেজি ৫ লাখ ৭৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।