ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনুষ্ঠানিক বিদায় সিএমপি কমিশনার তানভীরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
আনুষ্ঠানিক বিদায় সিএমপি কমিশনার তানভীরের আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

চট্টগ্রাম: আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

রোববার (১৭ জুলাই) বিকেলে সিএমপির সদর দফতরে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

সোমবার (১৮ জুলাই) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন কৃষ্ণপদ রায়।

জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে বিদায় সংবর্ধনা ও বাংলাদেশ পুলিশের বর্ণাঢ্য প্রথা অনুযায়ী তাকে সশস্ত্র সালাম ও গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

২০২০ সালের ৩১ আগস্ট সিএমপি কমিশনার হিসেবে সালেহ মোহাম্মদ তানভীর দায়িত্ব পেয়েছিলেন। গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।