ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্মচারীকে খুনের পর সড়ক দুর্ঘটনা বলে প্রচার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
কর্মচারীকে খুনের পর সড়ক দুর্ঘটনা বলে প্রচার প্রতীকী ছবি

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলায় কবির হোসেন (২৭) নামে এক কর্মচারীকে হত্যার পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জানিয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহ গোসলের সময় মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেন স্বজনেরা।

অভিযোগ পাওয়া গেছে, ফটিকছড়ির ইসমাইল হোসেন নিশু নামে এক পাইকারি লেবু ব্যবসায়ী তার কর্মচারী কবিরকে হত্যার পর দুর্ঘটনায় মৃত্যু বলে চালানোর চেষ্টা করেন। রোববার (১৭ জুলাই) সকালে ভুজপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডি্ক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠায়।

কবির হোসেন একই উপজেলার বাগানবাজার ইউনিয়নের পূর্ব পাতাছড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি একই ইউনিয়নের লেবুর বিক্রেতা ইসমাইল হোসেন নিশুর অধীনে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, ব্যবসায়ী ইসমাইল কর্মচারী কবিরকে শনিবার রাত ৮টার দিকে ফোন করে দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে যেতে বলেন। কবিরের পরিবারের সদস্যদের রাত সাড়ে ১১টার দিকে ইসমাইল ফোনে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় কবির গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য কবিরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। দ্বিতীয়বার ইসমাইল ফোন করে রাত পৌনে ১২টার দিকে জানান, কবিরের মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্স করে কবিরের মরদেহ মিরসরাই উপজেলার করেরহাট এলাকায় এনে রাত সাড়ে ১২টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করেন ইসমাইল।

তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ গোসল দিয়ে বাড়িতে দাফনের প্রস্তুতি চলছিল। গোসলের সময় মরদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেন স্বজনেরা। মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডি্ক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে কবিরকে ভারী বস্তু দিয়ে আঘাত করে এবং বাম পায়ের গোড়ালির রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইসমাইলকে খুঁজে পেলে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।