ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল ...

চট্টগ্রাম: শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর একটি হলে দোয়া, মিলাদ ও আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।  

শনিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. তসলিম উদ্দীন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ রবিন।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র উন্নয়ন, মানবকণ্ঠ অবরুদ্ধ করতে ফখরুদ্দিন-মঈনউদ্দীন সরকার দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেফতার করেছিলো। কিন্ত বাংলার মুক্তিকামী পাগল মানুষের দ্রোহের বিক্ষোভে শেখ হাসিনাকে ১১ মাস কারাভোগের পর মুক্তি দেয়।

তৎকালীন ফখরুদ্দীন-মঈনউদ্দীন সরকার বুঝতে পেরেছিল- শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে গণতন্ত্র। তাই তারা জনরোষ প্রতিহত করতে না পেরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা ও জনগণের দল বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পায়, দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।