ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যানজট নিরসনে ১৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
যানজট নিরসনে ১৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ 

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

তিনি বাংলানিউজকে বলেন, সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে শাকপুরা চৌমুহনী বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রাস্তায় দু’পাশে সাধারণ পথচারীর চলাচলের জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করায় ১৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

তিনি আরও বলেন, এছাড়াও উপজেলা সদর, গোমদন্ডী ফুলতল মোড়, কানুনগোপাড়া মোড় ও জোট পুকুরপাড় এলাকার যানজট নিরসনে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।