চট্টগ্রাম: ফটিকছড়ি থানার বিবিরহাট এলাকায় খালে গোসল করতে গিয়ে নিখোঁজ মো. কাউসার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকেলে সোয়া ৫টার দিকে ধুরুং খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১ জুলাই) দুপুরে সাড়ে ১২টার দিকে বিবিরহাট ধুরুং খালে নিখোঁজ হয় সে। মো. কাউসার ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড হাজি সিরাজুল হক মিস্ত্রি বাড়ির মো. খালেদের ছেলে। সে উপজেলার সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বাংলানিউজকে বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পানিতে নিখোঁজ হয়েছিল কাউসার। সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যায়। আমাদের ডুবুরি না থাকায় আমরা আগ্রাবাদ থেকে ডুবুরি দল খবর দিয়ে আনি। ৪ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশি শুরু করেন। বিকেলে সোয়া ৫টার দিকে কাউসারের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়:১৯২০ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
এমআই/টিসি