ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসা থেকে চুরি হওয়া স্বর্ণ ও মোবাইল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুন ২৬, ২০২২
বাসা থেকে চুরি হওয়া স্বর্ণ ও মোবাইল উদ্ধার চোরাই পণ্য ও সরঞ্জামসহ গ্রেফতার দুইজন।

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার দেওয়ান বাজার নিরাপদ হাউজিং সোসাইটির বন্ধ একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- চান্দগাঁও থানার খাজা সড়ক এলাকার মো. খোরশেদের স্ত্রী তাসনুর বেগম (১৯) ও মাদারীপুর জেলার কালকিনী থানার মিনাজাদী গোপালপুর গ্রামের জমির উদ্দীনের মেয়ে তাসলিমা বেগম (২১)।

শনিবার (২৫ জুন) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, শুক্রবার বিকেলে দেওয়ান বাজারের একটি বাসা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়:১৯৫৯ ঘণ্টা জুন ২৬ , ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।