ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কুড়িগ্রামের ৫ হাজার বন্যার্ত পরিবারের পাশে ফারাজ করিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুন ২৬, ২০২২
কুড়িগ্রামের ৫ হাজার বন্যার্ত পরিবারের পাশে ফারাজ করিম ৫০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম নিয়ে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করছেন ফারাজ করিম চৌধুরী।

চট্টগ্রাম: সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে বন্যাদুর্গত ১০ হাজার পরিবারের জন্য ত্রাণ সরবরাহ করার পর এবার কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ৫ হাজার পরিবারের জন্য ত্রাণ নিয়ে গেলেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।  

রোববার (২৬ জুন) কুড়িগ্রামের উলিপুর, বেগমগঞ্জ, পাঁচগাছি ইউনিয়ন, যাত্রাপুর, চরযাত্রাপুর, পোড়ারচর, ওয়াপদা, ফরাজী পাড়া, ভাইটেলসহ বিভিন্ন এলাকায় ২টি ট্রলারে করে বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন তিনি।

 

খোঁজ নিয়ে জানা যায়, ফারাজ করিম চৌধুরী যে সব স্থানে ত্রাণ নিয়ে ছুটে গেছেন সেখানে এখনো পর্যন্ত যথাযথভাবে ত্রাণ পৌঁছেনি৷ ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে ৫০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।