ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে কেক কেটে পদ্মা সেতু উদ্বোধনের মহেন্দ্রক্ষণ উদযাপন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
চমেক হাসপাতালে কেক কেটে পদ্মা সেতু উদ্বোধনের মহেন্দ্রক্ষণ উদযাপন 

চট্টগ্রাম: পদ্মা সেতুর উদ্বোধনের মহেন্দ্রক্ষণ কেক কেটে উদযাপন করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের  চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।

শনিবার (২৫ জুন) সকালে চমেকের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান চৌধুরী  ও সঞ্চালনা করেন কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মো. রিজোয়ান রেহান।  

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চমেক হাসপাতালের উপ পরিচালক ডা. অংসুইপ্রু মারমা, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক, সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত,  চমেক হাসপাতাল নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী, চমেক হাসপাতাল রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, চমেক হাসপাতাল গ্যাস্ট্রোএন্ট্রিলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ, চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ, শিশু হেমাটলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম, চমেক হাসপাতাল ডার্মাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল মওলা, চমেক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোমেন সরকার, ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ রানা, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাগর চৌধুরী, ডার্মাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইউনুচ হারুন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রাজিব পালিত, ডার্মাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় কুমার ঘোষ, চমেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মইন উদ্দিন মাহমুদ, চমেক হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ডা. সাহেদ উদ্দিন আহমেদ, চমেক হাসপাতাল গাইনি বিভাগের আবাসিক সার্জন ডা. জাকিয়া মমতাজ প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।