ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুন ২৫, ২০২২
জামায়াত নেতা গ্রেফতার ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শামসুজ্জামান হেলালী (৪৬) বাদুরতলা এলাকার আরাকান হাউজিং সোসাইটির বি ব্লক ১ নম্বর রোডের সাত্তার ম্যানশনের মো. আব্দুস সাত্তারের ছেলে।

পাঁচলাইশ থানার উপ পরিদর্শক আফতাব হোসেন জানান, শামসুজ্জামান হেলালীর বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ ছাড়া নগরের বিভিন্ন এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন শামসুজ্জামান হেলালী। ২০১৫ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি পরাজিত হন। জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা কমিটির আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন হেলালী।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ২৫, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।