ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে টিসিবির পণ্য পাচ্ছেন সাড়ে ১৭ হাজার কার্ডধারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ২৪, ২০২২
হাটহাজারীতে টিসিবির পণ্য পাচ্ছেন সাড়ে ১৭ হাজার কার্ডধারী ...

চট্টগ্রাম: পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী ১ কোটি নিম্নআয়ের উপকারভোগী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় হাটহাজারী উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

 

এবারে প্রত্যেক উপকারভোগী পাচ্ছেন ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার তেল যার মোট মূল্য ৪০৫ টাকা।  

হাটহাজারীর সব ইউনিয়নে পর্যায়ক্রমে ইতিপূর্বে তালিকাভুক্ত কার্ডধারীদের কাছে ভর্তুকি মূল্যের এসব পণ্য বিক্রি করা হবে।

হাটহাজারীতে মোট ১৭ হাজার ৬৫৬ জন কার্ডধারী উপকারভোগী এ পণ্য পাবেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, আজ থেকে আমাদের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। হাটহাজারীতে মোট ১৭ হাজার ৬৫৬ জন কার্ডধারী উপকারভোগী এ পণ্য পাবেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।