ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০২২
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলা ...

চট্টগ্রাম: সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনোয়ারা থানার গহিরার জসীম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদি হয়ে মামলাটি করেন।

জসীম উদ্দীন গহিরা এলাকার মৃত আবুল বশরের ছেলে।  

নাম অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

মামলার এজাহারে বলা হয়, জসীম উদ্দীন অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯১ লাখ ৩০ হাজার ২০১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে। ৩ কোটি ৫০ লাখ ৬০ হাজার ২০১ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন পূর্বক ভোগদখলে রাখা, ভিত্তিহীন ও মিথ্যা তথ্যসহ সম্পদ বিবরণী দাখিল এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ দুর্নীতি দমন এর ২৬(২) ও ২৭(১)  ধারায় মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।