ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ি ছড়ার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সিডিএ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০২২
পাহাড়ি ছড়ার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সিডিএ ...

চট্টগ্রাম: পাহাড়ি ছড়া দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

সেই স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বায়েজিদ লিংক রোডের  ছিন্নমূল বড়ইতলী এলাকার পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় রাস্তার পাশে বেশকিছু অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা নির্মাণ করায় এক ব্যক্তিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী। তিনি বাংলানিউজকে বলেন, পাহাড়ি ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করেছে এক ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান। এছাড়া ওই জায়গার মালিকানার কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি মালিক। তাই তাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাকৃতিকভাবে সৃষ্ট ছড়া ভরাট করা হয়েছে। তাই পানিপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এছাড়া সিডিএ’র কোনো অনুমতি নেননি মালিকপক্ষ। বিষয়টি আমাদের নজরে আসার পর অভিযানে নেমেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।