ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুন ২১, ২০২২
বাকলিয়ায় পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ

চট্টগ্রাম: নগরের পশ্চিম বাকলিয়া শান্তিনগরে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (২১ জুন) দুপুরে পানিবন্দি মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন যুবলীগ নেতা নুরুল আজিম রনি।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কমিশনার শাহানা আক্তার রোজী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লাহ আল তানিম চৌধুরী, এমরান হোসেন ইরান, মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক মিজানুর রহমান মিজান, চকবাজার থানা ছাত্রলীগ নেতা তানভীর মেহেদী মাসুদ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা শাহাজাদা চৌধুরী, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ইনজামুল ইমু, মিনহাজ, ইয়াসিন আরাফাত মুন্না, সাফায়েত, আরাফাত, রুকন, সাইদ বিন আব্দুলাহ নাহিদ, জয়, আরিফ, বাবু চৌধুরী, ১৭ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আমজাদ হোসেন প্রমুখ।

এসময় নুরুল আজিম রনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বন্যা ও বন্যা পরবর্তী সংকট কাটিয়ে উঠতে পারবো।

আমাদের এই দুঃসময়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাশে আছেন। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতৃবৃন্দ বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন। সবার সহযোগিতায় আমরা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ২১, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।