ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন, প্রস্তুতি কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুন ২১, ২০২২
ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন, প্রস্তুতি কমিটি গঠন

চট্টগ্রাম: লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে এ বর্ধিত সভা আয়োজন করা হয়।

 

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী এ মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ এক বর্ধিত সভার আয়োজন করেন।

লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আহমেদ।

 

এসময় সকলের সম্মতিক্রমে লালখান বাজার ওয়ার্ড সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক মোমিনকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং পেশাজীবী সংগঠনের নেতা লালখান বাজার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হাজারীকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।  

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক মোমিন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হাজারী, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, ধর্ম সম্পাদক মো. খোকন, ওয়ার্ড সদস্য সুরথ কুমার চৌধুরী, তৌহিদ আজিজ, এস আলম, আবুল মাসুদ মজনু, ক ইউনিটের সভাপতি শফিউল আলম বাবু, ক ইউনিটের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরণ, ঢেবার পাড় ইউনিটের সাধারণ সম্পাদক বাবু সমীর দে, মতিঝর্ণা ইউনিটের সভাপতি ইব্রাহিম হোসেন,সাধারণ সম্পাদক আসলাম হোসেন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ হাসান পিকু, নিয়াজ মোহাম্মদ বাবুল, জাহাঙ্গীর আলম, কাজী আবুল হাসনাত আনিসুর রহমান চৌধুরী, মাইনুদ্দিন হানিফ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন প্রমুখ।  

গত বছরের ২, ৩ ও ৪  ডিসেম্বর নেতা কর্মীদের উৎসব মুখর পরিবেশে লালখান বাজার ওয়ার্ডের আওতাধীন ক, খ ও গ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ২১, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।