ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএম ডিপোর অগ্নিদগ্ধদের পাশে চট্টগ্রাম শিক্ষা বোর্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ৮, ২০২২
বিএম ডিপোর অগ্নিদগ্ধদের পাশে চট্টগ্রাম শিক্ষা বোর্ড  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বুধবার (৮ জুন) বিকেলে বোর্ডের পক্ষে চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার প্রয়োজনীয় ওষুধ সামগ্রী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বি. শামীম হাসানের কাছে হস্তান্তর করেন।

 

এ সময় বোর্ড চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড দেশের মানবিক দুর্যোগে কাজ করতে বদ্ধ পরিকর।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ৮, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।