ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জুন ৭, ২০২২
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম: বাঁশখালী থানায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মো. হাশেম নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (৭ জুন) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুরাদে মাওলা এ রায় দেন।

রায়ের সময় আসামি অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানা যায়, যৌতুক না পেয়ে বাঁশখালী থানায় ২০১৩ সালে মো. হাশেম তার স্ত্রী বেবী আক্তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বলেন, এ মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় স্বামীকে মৃত্যুদণ্ড দেন আদালত। আসামি রায়ের সময় আদালতে অনুপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।