ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোকালয়ে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে: জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ৭, ২০২২
লোকালয়ে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে: জেলা প্রশাসক

চট্টগ্রাম: লোকালয়ের আশেপাশের গড়ে ওঠা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠানে তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সামনে তথ্য সহায়তা কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসময় সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত ৫ পরিবারের সদস্যদের হাতে নগদ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম ভৌগলিক দিক থেকে ঘনবসতিপূর্ণ এলাকা।

ব্যবসা-বাণিজ্যের প্রসারের কারণে চট্টগ্রামকে বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন বলা হয়। ইতোমধ্যে আমরা লোকালয়ের আশেপাশে গড়ে ওঠা বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান চিহ্নিত করেছি। আগামী সপ্তাহে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত হবে।  প্রতিষ্ঠানগুলো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুর এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। সেখানে আরও মরদেহ পাওয়া যায় কি-না তা খুঁজে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।