ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএম ডিপোতে বিস্ফোরণ: জেলা প্রশাসনের ৭ সদস্যের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জুন ৫, ২০২২
বিএম ডিপোতে বিস্ফোরণ: জেলা প্রশাসনের ৭ সদস্যের কমিটি ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন সংস্থার সমন্বয়ে ৭ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

রোববার (৫ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) বদিউল আলমকে কমিটির প্রধান করে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, জেলা পুলিশ, বিস্ফোরক অধিদফতর, শিল্প ও কারখানা অধিদফতর, বিএম ডিপো কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বাংলানিউজকে বলেন, প্রতিটি সংস্থার সদস্যদের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে।

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যেহেতু বেশি সময় আরও বেশি লাগতে পারে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ০৫, ২০২২
বিই/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।