ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগের ভালো কাজ বেশি বেশি প্রচারের অনুরোধ এলিটের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মে ২৯, ২০২২
যুবলীগের ভালো কাজ বেশি বেশি প্রচারের অনুরোধ এলিটের ...

চট্টগ্রাম: যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেছেন, আমরা সমসময় নিজেদের প্রচারে ব্যস্ত থাকি। দলের ভালো কাজগুলো প্রচার করি না।

যুবলীগের ভাল কাজগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে ফেসবুক ও ইউটিউবে প্রচার করতে হবে। সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

রোববার (২৯ মে) দুপুরে হাটহাজারী পার্বতী স্কুলের মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এলিট বলেন, বাংলাদেশকে বলা হয় তারুণ্যের শক্তি। এখানে প্রায় ৭৫ ভাগই যুবসমাজ। আমরা যারা যুবলীগের কর্মী, আমাদের মানবিক যুবলীগের মানবিক কাজগুলো সকলের কাছে ছড়িয়ে দিতে হবে। যদি তা না করতে পারি তাহলে তরুণ প্রজন্ম ভাল কিছু থেকে বঞ্চিত হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ১৩ বছর ক্ষমতায়। এত বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে। আজ আমাদের শপথ নিতে হবে- যুবলীগের কাজগুলো বিশ্বে ছড়িয়ে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ২৯, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।