ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ট্রাফিক সচেতনতা বিষয়ক সভা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ২৮, ২০২২
নগরে ট্রাফিক সচেতনতা বিষয়ক সভা 

চট্টগ্রাম: ট্রাফিকের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান ও সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার(২৮ মে) বেলা ১২ টার দিকে জিইসি মোড়ের জামান হোটেলের তৃতীয় তলায় ট্রাফিক উত্তর বিভাগ এ সভার আয়োজন করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও  পাঁচলাইশ জোনের ট্রাফিক পরিদর্শক মো. মঞ্জুর হোসেনের সঞ্চালনায় সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ট্রাফিক( উত্তর) প্রশাসন জহুরুল ইসলাম সরকার  পাঁচলাইশ এলাকার সার্জেন্ট ও কনস্টেবল,  মালিক-চালক ও বিভিন্ন সংগঠনের  নেতৃবৃন্দ।

সভায় ট্রাফিকের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হয় এবং সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ২৮, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।