ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে জেলা প্রশাসনের অভিযান, বেকারিকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মে ২৮, ২০২২
নগরে জেলা প্রশাসনের অভিযান, বেকারিকে জরিমানা 

চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  হুছাইন মুহাম্মদ।  

শনিবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটরসাইকেল আরোহীদের সর্তক করা হয়।

এছাড়াও একটি বেকারিকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন প্রতিপালনে মোটরসাইকেল আরোহীদের লাইসেন্স চেক ও হেলমেট পরিধানে সর্তক করা হয়।

এছাড়াও বেলা ১২ টার দিকে নগরের কাজীর দেউড়ি এলাকায় একটি বেকারিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ  বাংলানিউজকে বলেন, সড়ক পরিবহন আইন প্রতিপালনে বেশকিছু যাত্রীকে সর্তক করা ও হেলমেট পরিধানে অনুরোধে করা হয়েছে। এছাড়াও মূল্য তালিকা না থাকায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ২৮, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।