ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালুরঘাট সেতুতে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক লাইনচ্যুত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, মে ২৭, ২০২২
কালুরঘাট সেতুতে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক লাইনচ্যুত  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: কালুরঘাট সেতুতে ফার্নেস অয়েল খালাস করে ফেরার পথে ট্যাংক ওয়াগনের গার্ড ব্রেক লাইনচ্যুত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তেলবাহী ট্রেনের একটি গার্ড ব্রেক সেতুর ওপর লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত গার্ড ব্রেক সেতুতে রেখে ইঞ্জিনসহ সামনের ওয়াগনগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

সেতুর দু'প্রান্তে শতশত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অনেকে নদী দিয়ে নৌকা ও সেতুর ওপর দিয়ে হেঁটে এপার ওপার করছেন বাধ্য হয়ে।  

রেলওয়ে পূর্বাঞ্চলের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল খালাস করে ফেরার পথে একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মে ২৭, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।