ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাংকস এফসি’র ব্রীজি ট্যারেস প্রকল্পে নির্মাণকাজ শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, মে ২১, ২০২২
র‌্যাংকস এফসি’র ব্রীজি ট্যারেস প্রকল্পে নির্মাণকাজ শুরু ...

চট্টগ্রাম: নগরের অভিজাত দক্ষিণ খুলশী আবাসিক এলাকার এক নম্বর সড়কে প্রায় ৭ কাঠা জমিতে র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর বিলাসবহুল সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট প্রকল্প ‘ব্রীজি ট্যারেস’ এর নির্মাণকাজ শুরু হয়েছে।  

শুক্রবার (২০ মে) প্রকল্প এলাকায় ফিতা কেটে এবং গ্রাউন্ড ব্রেকিং এর মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হয়।

র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী এবং সিইও তানভীর শাহরিয়ার রিমন জমি মালিক সাখাওয়াত হোসেনকে সাথে নিয়ে এই প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন।  

এসময় র‌্যাংকস এফসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভলপমেন্ট) শফিউল আলম জুয়েল সহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের উপ-বিপণন ব্যবস্থাপক ওয়াজউদ্দীন মিলন জানান, সিঙ্গেল ইউনিট এই অত্যাধুনিক প্রকল্পে থাকছে চার শয়নকক্ষের ২৬৮১ বর্গফুটের একেকটি অ্যাপার্টমেন্ট। প্রকল্পে থাকছে হাইস্পিড ইউরোপিয়ান লিফট, ফুল হাইজ ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই, স্টার লাউঞ্জ, ইনোভেটিভ ভার্টিকাল গ্রিণ ওয়াল, ইকুইপড জিম ইত্যাদি।

প্রকল্পটির আর্কিটেকচারাল ডিজাইন করেছে র‌্যাংকস এফসির অঙ্গ প্রতিষ্ঠান ইনস্পেস। প্রকল্পটি ২০২৩ সালের মধ্যেই মাত্র ১৮ মাসে গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ২১, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।