ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আবদুল গাফফার চৌধুরী বাঙালির শুদ্ধতম বাতিঘর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ১৯, ২০২২
আবদুল গাফফার চৌধুরী বাঙালির শুদ্ধতম বাতিঘর আবদুল গাফফার চৌধুরী।

চট্টগ্রাম: বিশিষ্ট সাংবাদিক, কলামলেখক এবং মহান ভাষা আন্দোলনের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে এক শোকবার্তায় তাঁরা বলেন, বঙ্গবন্ধুর হত্যা পরবর্তী সময়ে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার ধারক আবদুল গাফফার চৌধুরী আমৃত্যু যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে থাকতে বাধ্য হন।

সেখান থেকে তিনি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তির পুনরুত্থানের বিরুদ্ধে কলমযুদ্ধ চালিয়ে যান।

বঙ্গবন্ধুর আদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী চেতনায় প্রাণিত আবদুল গাফফার চৌধুরী ছিলেন বাংলা ও বাঙালির শুদ্ধতম বাতিঘর।

তার মৃত্যুতে বিশ্ব বিবেক ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।

শোকবার্তায় আবদুল গাফফার চৌধুরীর রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বুধবার (১৮ মে) যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান আবদুল গাফফার চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ১৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।