ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের ট্রেনিং প্রোগ্রাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২২
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের ট্রেনিং প্রোগ্রাম ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগে Trial Advocacy and litigation skill শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।   

বুধবার (১৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব।

আইন বিভাগের  উদ্যোগে Trial Advocacy and litigation skill শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা আল আমিনের সভাপতিত্বে এবং আইন বিভাগের প্রভাষক সিদরাতুল মুনতাহা তৃনার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের  আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী। এছাড়াও বক্তব্য দেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক নাজনীন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, আইন হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি। আইনের মাধ্যমে রাষ্ট্র এবং জনগণ পরিচালিত হয়। আইনের সেবক হচ্ছেন আইনজীবী তথা আইনবিশারদগণ। আইনের সেবক হিসেবে জনগণকে সেবা দিতে হলে আইন সম্বন্ধে অনেক বেশি জানতে হবে। তাই আজকের এই ট্রেনিং প্রোগ্রাম থেকে তোমরা অনেক বেশি শিখতে পারবে বলে আমি মনে করি। আমি আশা করব বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইনের ছাত্র-ছাত্রীগণ নিজেদের আইনের পেশায় নিয়োজিত করে দেশ ও জনগণের সেবা করতে নিজেদের নিয়োজিত করবেন।  

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর এবিএম আবু নোমান বলেন, আমরা চাই আইন বিভাগের ছাত্র-ছাত্রীরা একজন দক্ষ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলুক। সেই লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সবসময় বিষয়ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম এবং ট্রেনিংয়ের আয়োজন করে থাকে। আজকের এই ট্রেনিংয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে নিজেকে একজন দক্ষ আইনজ্ঞ হিসেবে গড়ে তোলার প্রেরণা পাবে। দেশের জনগণের জন্য একজন মানবিক আইনজীবী হিসেবে গড়ে তুলতে পারবে। বিশ্বব্যাপী মানবাধিকারের লংঘন, আইনের শাসনের বিকাশ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনের ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলেই আইনের ছাত্র হিসেবে সার্থকতা অর্জিত হবে।  

মুখ্য আলোচক আলমগীর মুহাম্মদ ফারুকী বলেন, আপনারা যারা আইনজীবী হিসেবে আইন পেশায় যাবেন তার পূর্বে একজন আইনজীবী হিসেবে আইনের বিভিন্ন ক্ষেত্র এবং মামলার নথিপত্র সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। একজন আইনজীবীর আইনের ধারা এবং রেফারেন্স সঠিক উপস্থাপন একজন বিচারকের রায় প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা বর্তমান সময়ে দেখি অনেক আইনজীবী বিচারিক আদালতে তার মামলার কাগজপত্রসমূহ সঠিকভাবে প্রদান এবং যুক্তি উপস্থাপনে অজ্ঞতার জন্য বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা হয়। শুধু আজকের এই ট্রেনিং প্রোগ্রাম নয় আপনাদের সবসময় বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ নথি উপস্থাপনের জন্য নিজেদের অনেক বেশি দক্ষ হতে হবে।   

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ১৮, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।