ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চার হাজার মানুষকে ঈদ উপহার দিলেন হেলাল আকবর চৌধুরী বাবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
চার হাজার মানুষকে ঈদ উপহার দিলেন হেলাল আকবর চৌধুরী বাবর ঈদের নতুন কাপড় বিতরণ করেছেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

চট্টগ্রাম: ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন কাপড়ের ঘ্রাণ। পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসচ্ছল সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নগরের সিআরবি, গোয়ালপাড়া তুলাতুলি ও বিআরটিসির জামতলা বস্তি এলাকার ৪ হাজার অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেছেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় নগরের সিআরবিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাধ্যমে এ উপহার সামগ্রী বিতরণের সূচনা করেন তিনি।

এ সময় তিনি বলেন, ঈদ আনন্দ কেবল সমাজের একটি নির্দিষ্ট শ্রেণির নয়, এই ঈদ আনন্দ বাংলার প্রতিটি পরিবারের আনন্দ।

তাই এই আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো সমাজের সামর্থ্যবানদের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী এবারের ঈদে ঈদ উপহার স্বরূপ দেশের ৩৩ হাজার ভূমিহীন, গৃহহীনদের নতুন ঘর উপহার দিয়েছেন। ৩৩ হাজার পরিবারের স্থায়ী ঠিকানা গড়ে দিয়েছেন, তাদের মুখে হাসি ফুটিয়েছেন। এদেশের মানুষের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, মানুষের ভাগ্য উন্নয়নও হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। তাই আমাদের উচিত ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিবেশী ও আশপাশের সাধারণ মানুষের পাশে থাকা। তবেই গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ।  

এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক, মোর্শেদুল আলম, দেলোয়ার হোসেন, চাঁন মিয়া, মকবুল আহম্মেদ, দেলোয়ার হোসেন রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।