ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামা খুলে প্রতিবাদ: সন্দ্বীপ রুটে নিরাপদে যাতায়াতের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
জামা খুলে প্রতিবাদ: সন্দ্বীপ রুটে নিরাপদে যাতায়াতের দাবি ...

চট্টগ্রাম: দ্বীপ উপজেলা সন্দ্বীপ রুটে নিরাপদ নৌ যাতায়াতের দাবিতে জামা খুলে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।  

সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের আয়োজনে জামালখানের চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বেশ কয়েকটি সংগঠন একাত্মতা ঘোষণা করেন।  

বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে নৌচলাচল নিরাপদ হয়নি।

এখনো এ রুটে দুর্ঘটনায় যাত্রীরা মারা যাচ্ছেন। কিন্তু প্রশাসন কাউকে ক্ষতিপূরণ দেয়নি। একটা ঘটনায়ও সুষ্ঠু তদন্ত হয়নি। এ রুটে লাল বোটের মাধ্যমে যাত্রীদের পারাপার করতে হয়। কয়েক দিন আগেও বোট উল্টে শিশুসহ চারজন মারা গেছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়।

কর্মসূচি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সম্পাদক মঞ্জুরুল আলম। বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সারোয়ার সুমন, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মো. শরীফুল আলম, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমতিয়াজ কবির, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সভাপতি কাজী জিয়া উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।