ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লিফটে আটকা পড়া ৮ জনকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
লিফটে আটকা পড়া ৮ জনকে উদ্ধার ফাইল ছবি

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার গ্রীনভিউ আবাসিক এলাকার একটি বহুতল ভবনে লিফটে আটকে পড়েছিলেন আটজন বাসিন্দা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) পৌনে ৭টার দিকে আজিম ভবনে এ ঘটনা ঘটে।

পরে বায়েজিদ বোস্তামী থানা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে লিফটে আটকা পড়াদের উদ্ধার করেন বলে বাংলানিউজকে জানান বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন।

তিনি বলেন, ভবনটির নিচতলায় লিফটের ভেতরে আটজন আটকা পড়েন।

প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা চেষ্টা করেও আটকে পড়াদের উদ্ধার করতে না পেরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে আটজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। আটজন লিফটে প্রায় ১৫ মিনিট আটকা পড়েছিলেন।

যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকা পড়েছিল বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।