ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হত্যা মামলার আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
হত্যা মামলার আসামি গ্রেফতার  ...

চট্টগ্রাম: রাউজান থানার অস্ত্র ও হত্যা মামলার ১১ বছর ধরে পরোয়ানাভুক্ত আসামি মো. তৈয়বকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার এ তথ্য জানান।

মো. তৈয়ব (৪০) একই থানার নোয়াপাড়ার মৃত আব্দুল হক প্রকাশ বদনীর ছেলে।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, নোয়াপাড়া এলাকায় মো. হারুন নামের একজনকে ২০১৬ সালের ১৬ অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের মা মোসাম্মৎ আয়েশা বেগম বাদী হয়ে রাউজান থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার অভিযোগপত্রে অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত আসামি মো. তৈয়ব নগরের বাকলিয়া থানা এলাকায় অবস্থান করে আত্মগোপনে রয়েছে  এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হারুন হত্যায় মামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। রাউজান থানার একটি অস্ত্র আইনের মামলায় তৈয়ব ১১ বছরের পরোয়ানাভুক্ত পলাতক আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।