ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ড. জামাল নজরুল ইসলামের স্ত্রী আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
ড. জামাল নজরুল ইসলামের স্ত্রী আর নেই ফাইল ছবি

চট্টগ্রাম: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌতবিজ্ঞানী ও প্রফেসর ইমিরেটাস অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের স্ত্রী সুরাইয়া ইসলাম আর নেই।  

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

 

জামাল নজরুল রিচার্স সেন্টারের পরিচালক অঞ্জন কুমার চৌধুরী বাংলানিউজকে সুরাইয়া ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ঢাকায় জামাল নজরুল ইসলামের এক মেয়ের বাসায় থাকতেন সুরাইয়া ইসলাম।

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। স্যারের আরেক মেয়ে লন্ডন থেকে আসলে জানাজা, দাফনের সূচি চূড়ান্ত করা হবে।

>> বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম আর নেই

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।