ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিষ্টিমুখকে ৩ লাখ, হোটেল জামানকে ১ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
মিষ্টিমুখকে ৩ লাখ, হোটেল জামানকে ১ লাখ টাকা জরিমানা চসিকের অভিযান।

চট্টগ্রাম: নগরের চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে মিষ্টিমুখকে ৩ লাখ টাকা এবং হোটেল জামান রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।  

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে চিটাগাং শপিং কমপ্লেক্সে ট্রেড সাইসেন্স ছাড়া ব্যবসা পরিচলনা করার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং চসিক স্যানিটারি পরিদর্শকের মামলায় দুই দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।