ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের বহির্নোঙরে ডুবলো বাল্কহেড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
বন্দরের বহির্নোঙরে ডুবলো বাল্কহেড ফাইল ছবি

চট্টগ্রাম: বৈশাখী ঝড়ো হাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। নৌযানটিতে থাকা পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বন্দরের চার্লি অ্যাংকারেজে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, চার্লি অ্যাংকারেজে একটি বাল্কহেড ডুবে গেছে।

সেখানে পাঁচজন মাঝিমাল্লা ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বাল্কহেড ডুবে যাওয়ায় বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে আমরা দুর্ঘটনা এড়াতে বয়া দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে দিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।